অনলাইন পেমেন্ট সিষ্টেম চালু করলো ফুড মার্ট


প্রকাশিত: ০৪:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

অনলাইন পেমেন্ট সিষ্টেম চালু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ফুড মার্ট’ । এই সিষ্টেমের ফলে ক্যাশ অন ডেলিভারীর পাশাপাশি গ্রাহকগণ অনলাইনে ভিসা ও মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, বিকাশ, কিউ-ক্যাশ, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, ডিসকভার এবং ম্যাস্ট্রো  ব্যবহার করে পেমেন্ট প্রদান করতে পারবে।

ভোজন রসিকরা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দের খাবার, পছন্দের রেস্টুরেন্ট থেকে ফুড মার্ট’র মাধ্যমে অর্ডার করতে পারবেন। শুরু থেকেই ফ্রি ডেলিভারী দিয়ে যাচ্ছে ‘ফুড মার্ট’।

গত বছরের নভেম্বর মাসে দেশীয় প্রতিষ্ঠান ফুড মার্ট’র কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল এই সেবায় ফুড মার্টের সাথে সংযুক্ত রয়েছে রাজধানীর বনানী, গুলশান- ১ ও ২, বারিধারা, মহাখালী, বসুন্ধরা, নিকেতন এবং বনশ্রী এলাকার ২০০ রেস্টুরেন্ট। চলতি মাস থেকে ধানমন্ডি, খিলগাঁও এবং মিরপুরে ‘ফুড মার্ট’ ওয়েবসাইটের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। মার্চ মাস থেকে পুরো ঢাকায় ফুড মার্টের সেবা চালু হবে।

ফুড মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন জানান, ফুড মার্টের সাথে ওয়ার্ল্ড ক্লাস অনলাইন স্পেশালিষ্ট আছে যারা বদলে দিবে অনলাইন সার্ভিস এর চিন্তা ধারাকে পরিচয় করিয়ে দিবে নতুন নতুন প্রযুক্তির সাথে।

তিনি আরও বলেন, এখন থেকে  ফুড মার্টের মাধ্যমে  অনলাইনে খাবার ফরমায়েশের সাথে অনলাইনে পেমেন্ট করার সুবিধা চালু করেছি আমরা। যাতে করে গ্রাহকদের পেমেন্ট করতে ঝামেলায় পরতে না হয়।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।