এরশাদই পারেন সঠিক নির্দেশনা দিতে : বাবলু


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় শুধু এরশাদই পারেন জাতিকে সঠিক নির্দেশনা দিতে।  এমনই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বুধবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাবলু বলেন, চলমান রাজনৈতিক সহিংসতায় দেশবাসী জিম্মি। দুই দলের মারমুখী অবস্থানে পুড়ছে সাধারণ মানুষ। সৃষ্টি হয়েছে চরম অচলস্থার। দুইটি দলের ক্ষমতায় যাওয়া ও থাকার লড়াইয়ে দেশবাসী শঙ্কিত। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সুশাসনের অভাবে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত ২৪ বছর ধরে দুটি দল ধারাবাহিক ভাবে রাষ্ট পরিচালনায় ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে দেশ ও জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে একমাত্র জাপা ও হুসেইন মুহম্মদ এরশাদ।

সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী সালমা ইসলাম এমপি। বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, তাঁজ রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অন্যানা হোসেন মৌসুমি প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।