কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার : ডেপুটি স্পিকার


প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কারিগরি উন্নয়নের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র ও অশিক্ষা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ।

সাঘাটা উপজেলায় আরিফরাব্বি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসিমউদ্দিন।

ডেপুটি স্পিকার বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের বিষয়টিতে অগ্রাধিকার দিয়েছে।

পরে ডেপুটি স্পিকার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, ইউএনও আবদুল আউয়াল, এস কে এস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ সরকার বাবু। এছাড়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।