সিটি নির্বাচন চূড়ান্ত করলো সরকার


প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত ফাইল উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তা অনুমোদন দেন।

মন্ত্রীসভায় উপস্থিত একাধিক মন্ত্রী জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী এটি অনুমোদন করে নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন। নির্বাচন কমিশন এখন নির্বাচনের ব্যবস্থা করবেন।

এদিকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার টেলিফোনে কথোপকথন নিয়ে মন্ত্রীসভায় আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী জাগোনিউজকে বলেন, পত্রিকার বরাত দিয়ে বিষয়টি মন্ত্রীসভায় আলোচনা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

এসএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।