সবাইকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০৬:০২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের কাছ থেকে সমর্থন হারিয়ে সহিংসতাকারীরা পেট্রলবোমা হামলার পরিবর্তে এখন গ্রেনেড হামলার পরিকল্পনা করছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

রোববার সকালে আইন মন্ত্রণালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী পেট্রলবোমা হামলাকারী, হুকুমদাতা ও অর্থ জোগানদাতাদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করারও নির্দেশ দেন।

বিচারের দীর্ঘসূত্রিতা ও আইনের ফাঁক দিয়ে যাতে সন্ত্রাসীরা বেরিয়ে যেতে না পারে সেজন্য সতর্ক থাকার কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, আইনের পদ্ধতি কীভাবে আরও সহজ করা যায় সেটা ভাবতে হবে। রাজনৈতিক আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করার সংস্কৃতি দেশে কখনোই ছিল না।
 
বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।