ইরাকে বোমা হামলায় নিহত ৬


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ইরাকে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় অন্তত ছয় সেনা নিহত ও ১৯ জন আহত হয়েছেন। বুধবার দেশটির সালাউদ্দিন প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রদেশের নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এক আত্মঘাতি গাড়ি বোমা হামলাকারী সামারা শহরের পশ্চিমের একটি সেনাঘাঁটিতে সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের উত্থানের পর প্রদেশটির বেশীর ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। প্রতিনিয়ত তারা তাদের সীমানা বাড়াতে হামলা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, সম্প্রতি ইরাকে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। জাতিসংঘ বলেছে, ২০০৬-০৭ সালের পর সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০১৪ সাল। ওই বছর সন্ত্রাসবাদ ও সহিংসতায় ১২ হাজারের বেশী বেসামরিক লোক নিহত ও ২৩ হাজারের বেশী লোক আহত হয়েছেন। সূত্র: বিবিসি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।