সংকট সমাধানে সরকারকেই এগিয়ে আসতে হবে : বি. চৌধুরী


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে সরকারকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বাড়িধারায় তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশিদের মধ্যস্ততায় এই সংকটের সমাধান হলে এটা হবে সবচেয়ে লজ্জাজনক বিষয়।

‘জনতা খালেদা জিয়াকে কোলে করে কাশেমপুর কারাগারে নিয়ে যাবে’ নৌ-পরিবহন মন্ত্রীর এমন বক্তব্যকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ রকম বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। একজন মন্ত্রী এমন বক্তব্য দিতে পারেন না।

তিনি আরো বলেন, বিরোধী জোট ও সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে এ সংকটের সমাধান হবে না। তবে এ ক্ষেত্রে সরকারের দায়িত্বই বেশি।

ঢাকার বাহিরে সরকারের নিয়ন্ত্রণ নেই দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা চাইলেই এ সমস্যার সমাধান করতে পারেন। সামনে আরো ভয়ঙ্কর দিন দেখছেন বলেও মন্তব্য করেন তিনি।

সংলাপের আহবান জানিয়ে খালেদা জিয়াকে ফোন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানান তিনি।

এমএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।