বিকেলে খালেদার কার্যালয়ে যাবেন গাড়ী চালকেরা
গুলশান-২ চত্বরে অবস্থান নেয়া গাড়ী চালক ও শ্রমিকরা বিকেলে বিএনপির চেয়ারপারসন বেমগ খালেদা জিয়ার কার্যালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুুপুর ২টা ১৫ মিনিটে মঞ্চ থেকে এই ঘোষণা দেন শ্রমিক নেতারা।
সরেজিমন ঘুরে দেখা গেছে, জুমার নামাজের বিরতি শেষে পুনরায় গুলশান চত্বরে অবস্থান অব্যহত রেখে গান বাজনা ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা। এর আগে দুপুরে অবস্থানরত শ্রমিক ও গাড়ী চালকেরা এক সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন।
এদিকে সারা দেশে জ্বালাও পোড়াও এবং সহিংসতা বন্ধের দাবিতে মঞ্চ থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতারা দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতি বার বার আহ্বান জানাচ্ছেন।
প্রসঙ্গত, জ্বালাও পোড়াও, চালক, শ্রমিক, সাধারণ জনতা হত্যা ও হরতাল- অবরোধের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত গাড়ী চালক ও শ্রকিকবৃন্দ। বিরামহীন এই আন্দােলন চলমান সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত অব্যহত থাকবে বলে অবস্থানকারীরা জানিয়েছেন।
এমএম/এআরএস/এমএস