যশোরে ঠিকাদার পপলু ও তার মেয়ের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১০:৩২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বেদনা বিধূর ও শোকাবহ পরিবেশে যশোরের ঠিকাদার নুরুজ্জামান পপলু ও মেয়ে মাইশার দাফন আজ বুধবার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলায় নিহত হন এই বাবা ও মেয়ে। সকাল ১১টায় যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় নুরুজ্জামান পপলু ও মাইশার নামাজে জানাজা। জানাজায় সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন। এরপর অকাল মৃত্যুর শিকার পপলু ও মাইশাকে ঘোপ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এদিকে, মঙ্গলবার রাতে এই বাবা ও মায়ের লাশ শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাড়িতে পৌঁছালে এক হৃদয়-বিদারক দৃশ্যের অবতরণা হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিরা কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ এ পরিবেশে তাদেরকে শেষবারের মতো দেখার জন্য হাজারো মানুষ ভিড় করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।