ইনডোর কর্পোরেট ক্রিকেট শুরু


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

অলিম্পিক মিল্ক প্লাস ইনডোর কর্পোরেট ক্রিকেট ২০১৫ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর অলিম্পিক বিস্কুট ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ সগির মাহমুদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক THE 3 CRICS এর তিন প্রধান আকরাম খান, আতাহার আলি খান এবং খালেদ মাসুদ পাইলট। THE 3 CRICS এর হাত ধরে এর আগেও বাংলাদেশে অনুষ্ঠিত হয় আরও তিনটি সফল ইনডোর ক্রিকেট টূর্নামেন্ট।

অলিম্পিক মিল্ক প্লাস ইনডোর কর্পোরেট ক্রিকেট ২০১৫ তে অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য ৩২ টি কোম্পানি। টুর্নামেন্ট চলবে ৭-ই ফেব্রুয়ারী পর্যন্ত।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।