অলিম্পিক জিততে চান নেইমার


প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু অলিম্পিকে একবারও ফুটবলে সোনা জিততে পারেনি পেলের দেশ। সেই আক্ষেপ রয়ে গেছে নেইমারের মনেও। এবার নিজের দেশেই বসতে চলেছে অলিম্পিকের আসর। ২০১৬-রিও অলিম্পিকে দেশকে সোনা দিতে চান ব্রাজিলের বার্সেলোনার তারকা।

নেইমার বলেন, আমি মনে করি প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ব্রাজিল এখনো অলিম্পিক ফুটবলে সোনা জিততে পারেনি। আমরা সোনা জেতার স্বপ্ন দেখছি। আমার মনে হয় সেই সময় এসে গেছে ।
 
একইসঙ্গে নেইমার বলেন, আমি আশা করছি ব্রাজিলের জনগণের জন্য খেতাব জিততে পারব। আমরা এবার ঘরের মাঠে অলিম্পিক খেলব । মারাকানা স্টেডিয়ামে যদি এমন কিছু ঘটাতে পারি তাহলে বিরাট ব্যাপার হবে। সোনা জেতার জন্য আমরা নিজেদের উজাড় করে দেব।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।