রংপুরে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন


প্রকাশিত: ১১:০৩ এএম, ২১ জানুয়ারি ২০১৫

রংপুরে নতুন শাখা খুলেছে বেসরকারি ব্যাংক এশিয়া লিমিটেড। মূলত ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে রংপুর শহরের স্টেশন রোডে ব্যাংক এশিয়ার ৯৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। রংপুর সিটি করপোরেশন এর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু আনুষ্ঠানিকভাবে এ নতুন শাখার উদ্বোধন করেন।

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন বাবলু ও ব্যাংক এশিয়া বগুড়া শাখা প্রধান মোঃ মোজাফ্ফর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। বিভিন্ন আকর্ষনীয় পণ্য/সেবা নিয়ে ব্যাংকিং সেক্টরে এটি বর্তমানে সর্বাধিক প্রতিশ্রুতিশীল ব্যাংকগুলোর অন্যতম। ইসলামী ব্যাংকিং, ব্রোকারেজ, এসএমই ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং প্রবর্তনের মাধ্যমে ব্যাংক এশিয়া সম্মানিত গ্রাহকদের নিকট পৌঁছে দিচ্ছে সহজ এবং আধুনিক প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবা।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।