আন্তঃব্যাংক এটিএম`র সার্ভিস চার্জ বৃদ্ধি


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

এখন থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে গ্রাহককে আগের চেয়ে ৫ টাকা বেশি দিতে হবে। অর্থাৎ এতদিন যেখানে প্রতিবার লেনদেনে গ্রাহকে ১০ টাকা দিতে হত এখন সেখানে দিতে হবে ১৫ টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত নতুন এ চার্জ কার্যকর হবে।

জানা গেছে, গ্রহক কার্ড ইস্যুকারী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকের বুথে লেনদেন করলে ২০ টাকা চার্জে দিতে হয়। এ চার্জের মধ্যে গ্রাহককে দিতে হবে ১৫ টাকা এবং বাকি ৫ টাকা দেবে কার্ড ইস্যুকারী ব্যাংক। কিন্ত এত দিন এক্ষেত্রে ১০ টাকা ব্যাংক ও গ্রাহক ১০ টাকা দিত।

নির্ধারিত এ চার্জ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএস) এর আওতায় সম্পাদিত সব কার্ডভিত্তিক এটিএম ব্যবহারে প্রযোজ্য হবে।  এনপিএসের আওতায় বর্তমানে ৩১টি ব্যাংক রয়েছে।

-এসআই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।