পালিত হচ্ছে ঈদুল ফিতর, ঘরে ঘরে আনন্দের বন্যা


প্রকাশিত: ০৪:৪২ এএম, ২৯ জুলাই ২০১৪

আনন্দ ভাগাভাগি ও সাম্যের শিক্ষা নিয়ে বছর ঘুরে আবার এসেছে ঈদুল ফিতর। ঈদ মোবারক, আসসালাম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীরা মঙ্গলবার দেশে সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।

মঙ্গলবার সকালে সারা দেশের মুসলমানরা ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। সোমবার সন্ধ্যায় চাঁদ দেখার খবর পাওয়ার পরই সারাদেশে শুরু হয়ে যায় ঈদের আনন্দ উচ্ছ্বাস। বিভিন্ন স্থানে বাজি ফোটানো হয়। রাজধানীর মহল্লায় মহল্লায় গান বাজিয়ে তরুণদের আনন্দ করতে দেখা গেছে। মার্কেটগুলোতে শেষ মুহুর্তের কেনাকাটা চলে সোমবার গভীর রাত পর্যন্ত।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা ও ঈদুল ফিতরের পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।

নতুন পোশাক পড়ে দিনভরই চলবে একে অপরের সঙ্গে কোলাকুলি। বেড়াতে যাবেন একে অপরের বাড়ি, করাবেন মিষ্টিমুখ। শিশুরা নতুন পোশাক পড়ে বড়দের কাছ থেকে সালামি আদায়ে তৎপর থাকবে সারাদিন। ঈদের দিন ঘরে ঘরে সাধ্যমত রান্না হয়েছে বিশেষ খাবার। এরমধ্যে রয়েছে হরেক পদের সেমাই, মিষ্টান্ন, কোর্মা, পোলাও, খিচুরি আরো নানা পদ।
প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনৈতিকসহ সকল স্তরের মানুষ অংশ নিচ্ছেন।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোম, মঙ্গল ও বুধবার সরকারি ছুটি থাকবে। ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সোমবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার মাদারীপুর, চাঁদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রেল, সড়ক, ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী এখন অনেকটাই ফাঁকা।
ঈদের দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হয়েছে।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ঈদের দিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। ঈদ উপলক্ষে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিউজ পোর্টালগুলো বিশেষ ঈদ সংখ্যা প্রকাশ করেছে।

ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।