জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ, নামাজের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ এএম, ২৭ জুলাই ২০১৪

পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মাঠে সামিয়ানা টানানো, মাইক, ফ্যান এবং মুসল্লিদের নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনসহ যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এখন শুধুই অপেক্ষা, পাঞ্জাবি-পায়জামা ও টুপি পরে এক কাতারে মিলিত হওয়ার। যেখানে ফকির-মিসকিন, রাজা-প্রজার কোনো পার্থক্য থাকবে না।

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যসহ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন আপামর মুসল্লি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে পাঁচ হাজার হাজার নারীসহ ৯০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে, ঈদগাহের বাইরের সড়কেও প্রতি বছরের মতো বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করবেন।

বরাবরের মতো এবারও ঈদগাহের দক্ষিণ পাশে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের অযুর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থাও রয়েছে। নারীদের জন্য রয়েছে পৃথক অযুর ব্যবস্থা। এ ছাড়া পয়নিষ্কাশনের ক্ষেত্রে ভিআইপিদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। মুসল্লিদের জন্য ৭০টি স্ট্যান্ড ফ্যান ও ৪০০ সিলিং ফ্যান থাকছে। বৃষ্টি এড়াতে সামিয়ানার ওপর থাকছে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা।

জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে রবিবার দুপুরে নিরাপত্তার বিষয়ে রমনা জোনের ডিসি ইকবাল হোসেন বলেন, ‘নিরাপত্তার জন্য যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সবই করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠসহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তবে, কী পরিমাণ সিসি ক্যামেরা লাগানো হয়েছে তা বলতে রাজি হননি তিনি।

ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ মিলে রাজধানীতে মোট ৩৬৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ২২৬টি এবং উত্তর সিটি করপোরেশনে ১৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ সব ঈদগাহে ঈদের নামাজ আদায়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।