ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায়


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৪ জুলাই ২০১৪

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন এ নামাজে ইমামতি করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

কোন কারণে খতিব ইমামতি করতে না পারলে বিকল্প ইমাম হিসেবে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মূল ক্বারী থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর রহমান, তার বিকল্প থাকবেন বাংলাদেশ বেতারের সিনিয়র ক্বারী মো. এমদাদুল ইসলাম।

মূল উপস্থাপক থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সাবেক পরিচালক মাওলানা এ টি এম ইনামুল হক। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক এস. এম. সালাহ উদ্দীন থাকবেন বিকল্প উপস্থাপক। ২৮ জুলাই শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৯ জুলাই ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ২৯ জুলাই চাঁদ দেখা গেলে ৩০ জুলাই ঈদুল ফিতর পালিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।