প্রয়োজনে খালেদার নিরাপত্তা বাড়বে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রয়োজনে তার নিরাপত্তা দেয়ার সময় বাড়তে পারে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নিজ দফতরে সোমবার দুপরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়া আটক নয়, তিনি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। যাতায়াতের সময় তাকে নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খালেদা জিয়া আটক নন, তা হলে তার কার্যালয়ের গেটে তালা দেয়া হয়েছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গেটে তালা দেয়ার বিষয়টি তিনি জানেন না। আমি বিষয়টি দেখছি।

দুপরের পরে খলেদা জিয়ার পল্টন কার্যালয়ে আসার কথা রয়েছে, তাকে আসতে দেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এটা আমাদের পুলিশ কমিশনার জানেন, তার কোথায় যাওয়ার দরকার আছে, কোথায় যাওয়া উচিত সেটা তিনি নির্ধারণ করবেন। আর পল্টন আসলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হতে পারে অথবা কোথাও অসুবিধা হতে পারে কিনা, এগুলো দেখার বিষয় আছে।

ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকার পরেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে জমায়েত হচ্ছে-এটা আইনের লঙ্ঘন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগে এটি পূর্ব নির্বাধিত কর্মসূচি ছিল। সে জন্য তারা জমায়েত হয়েছে। তারা জনসভা করবে না। বিশৃঙ্খলাও করবে না।

বালুর ট্রাক প্রসঙ্গে তিনি বলেন, যাতে ওই স্থানে কোনো লোকজন সমস্যা করতে না পারে সে জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।