হজ মেলা শুরু আজ


প্রকাশিত: ০৩:২১ এএম, ০২ জানুয়ারি ২০১৫

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার শুরু হচ্ছে অষ্টম হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করেছে। মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ মেলার উদ্বোধন করবেন। আর সমাপনী অনুষ্ঠানে বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের থাকার কথা রয়েছে।

হজযাত্রীদের সচেতনতা বাড়ানো, মধ্যস্বত্বভোগী বর্জন, হজসংক্রান্ত তথ্য ও প্রশিক্ষণ দেওয়াই এ মেলার মূল লক্ষ্য। ২০১৪ সালে বাংলাদেশ থেকে মোট ৯৮ হাজার ৭৬২ জন পবিত্র হজ পালন করেছেন। এর মধ্যে ৯৭ হাজার ২৪২ জন গেছেন বেসরকারিভাবে। এবার ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রীকে বেসরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।