হোয়াটমোরের অধীনে জিম্বাবুয়ে দল


প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

ডেভ হোয়াটমোরকে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে তার অধীনেই খেলবে দলটি।

বিশ্বকাপ শুরুর আগে হোয়াটমোরের দুবাই ভিত্তিক ক্রিকেট একাডেমিতে অনুশীলন করবেন টেলররা। কোচিং ক্যারিয়ারে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ডেভ হোয়াটমোর। তার অধীনে ১৯৯৬ সালে বিশ্বকাপ জিতেছে লঙ্কানরা।

এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইটরাইডার্স ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ সফরে বাজে পারফর্ম করার পর স্টিফার্ন মাঙ্গোগোকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  তার পরিবর্তেই অভিজ্ঞ হোয়াটমোরকে বেছে নিযেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।