এফবিসিসিআইয়ের অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২১ জুলাই ২০১৪

বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত শপিংমলসমূহে জাল নোট শনাক্তকারী মেশিন হস্তান্তর অনুষ্ঠান বয়কট করেছেন সাংবাদিকরা।

সূত্রে জানা গেছে, সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস রিলিজে বলা হয়েছে, অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর পরিচালকদের কাছে বলা হয়েছে সকাল ১১টায়। কিন্তু দুপুর ১২টা পেরিয়ে গেলেও অনুষ্ঠানের অতিথিরা আসেননি। এর প্রতিবাদে সাংবাদিকরা একযোগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে ইস্টার্ন মল্লিকা মার্কেটের সভাপতি এনায়েত করিম চঞ্চল বলেন, ‘এত সন্দুর একটি অনুষ্ঠান এফবিসিসিআইয়ের সম্বনয়হীনতার কারণে পণ্ড হয়ে গেছে। সাংবাদিকরা বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।