হীরার হারের স্বপ্ন


প্রকাশিত: ০২:২৬ এএম, ১৮ মে ২০১৬

হীরার হারের স্বপ্ন
স্ত্রী : শুনছো, জানো কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, তুমি আমাকে একটা হীরার হার আর কানের দুল কিনে দিয়েছ।
স্বামী : আরে বাহ! আমিও তো একই স্বপ্ন দেখলাম।
স্ত্রী : তুমি আবার কী দেখলে?
স্বামী : দেখলাম, তোমার বাবা আমার হাতে টাকা দিয়ে বলছেন, ‘বাবা ফজল, মেয়েটাকে একটা হীরার ভালো হার ও কানের দুলের সেট কিনে দিও।’

****

সারাদিন ভালো হয়ে চলব
বাপ্পী : আজ আমার জন্মদিন। তাই ঠিক করেছি, আজ সারাদিন ভালো হয়ে চলব। কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না। সবার কথা শুনব। কাউকে না বলব না।
রাজু : তাহলে ৫০০ টাকা ধার দে তো বন্ধু!

****

লাল টিপ পরে কেন
একদল বিদেশি ঘুরতে এসে সজিবকে জিজ্ঞাসা করল-
বিদেশি : মিস্টার সজিব, হোয়াই বেঙ্গলি ওম্যান কপালে লাল ডট পোরে কেনো?
সজিব : আহা! বিকজ ওরা সব রেকর্ডিং করতে চায় যে...!

****

কষ্টে চোখ বন্ধ হয়ে যায়
এক কিংবদন্তী শাস্ত্রীয় সংগীতশিল্পী একবার মহিনকে জিজ্ঞাসা করেছিলেন-
শিল্পী : আচ্ছা বলতো, উচ্চাঙ্গ সংগীত যারা গায়; তারা চোখ বন্ধ করে গায় কেন?
মহিন : আসলে ওনারা দর্শক শ্রোতাদের কষ্টটা সহ্য করতে পারেন না। তাই কষ্টে চোখ বন্ধ হয়ে যায়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।