আমার জন্য ৭০টা মেয়ে অপেক্ষা করে


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৪ মে ২০১৬

আমার জন্য ৭০টা মেয়ে অপেক্ষা করে
ছেলে : জানো, প্রত্যেক দিন আমার জন্য কমপক্ষে ৭০টা মেয়ে অপেক্ষা করে?
মেয়ে : ওয়াও! আপনি তো দেখছি মেয়ে হার্টথ্রব হিরো।
ছেলে : আরে ধুর, আমি তো গার্লস কলেজের বাস ড্রাইভার!

****

সন্দেহভাজন স্বামী
একজন সন্দেহভাজন আদর্শ স্বামী
স্বামী : হ্যালো, তুমি কই?
স্ত্রী : বাসায়।
স্বামী : ঠিক তো?
স্ত্রী : হ্যাঁ!
স্বামী : ব্লেন্ডার অন করো।
স্ত্রী : (ব্লেন্ডার অন করল) ভরররররররর
স্বামী : ওকে।

আরেকদিন
স্বামী : হ্যালো, তুমি কই?
স্ত্রী : বাসায়।
স্বামী : ঠিক তো?
স্ত্রী : হ্যাঁ! ঠিক।
স্বামী : ব্লেন্ডার অন করো।
স্ত্রী : (ব্লেন্ডার অন করল) ভরররররররর।
স্বামী : ওকে।

এর পরেরদিন স্বামী হঠাৎ করে না জানিয়ে বাসায় এলো। এসে দেখে বাসায় শুধু তাদের ছেলে-
বাবা : তোমার মা কোথায়?
ছেলে : আমি জানি না। সে ব্লেন্ডার নিয়ে বাইরে গেছে।

****

দরকার কী
দোকানদার ও ভদ্রলোকের মধ্যে কথোপকোথন-
ভদ্রলোক : আপনার দোকানের নাম কী?
দোকানদার: দরকার কী?
ভদ্রলোক : এমনি। নামটা কী বলবেন?
দোকানদার : বললাম তো দরকার কী?
ভদ্রলোক : আপনি তো ফাজিল লোক একটা।
দেকানদার : আরে ভাই চেতেন কেন? আমার দোকানের নামই তো ‘দরকার কী’।

****

আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না
চাকরির ইন্টারভিউ চলছে-
বস : আমরা কাউকে চাকরি দেয়ার ক্ষেত্রে মাত্র দুইটা রুল ফলো করি।
প্রার্থী : কী কী স্যার?
বস : আমাদের ২য় রুল হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতোর তলা মুছে এসেছেন?
প্রার্থী : জ্বী স্যার।
বস : আমাদের ১ম রুল হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাইরে কোন ম্যাট ছিলো না! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না। আসতে পারেন আপনি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।