গলায় গামছা দিয়ে বেঁধে এসেছি


প্রকাশিত: ০৪:৪০ এএম, ১২ মে ২০১৬

গলায় গামছা দিয়ে বেঁধে এসেছি
তুষার : ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, জলদি চলেন। আমার বৌকে বাঁচান, ওকে সাপে কামড়েছে।
ডাক্তার : সে কি! কোথায় কামড়েছে? হাতে না পায়ে? ক্ষতস্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধেছ?
তুষার : জী ডাক্তার সাহেব, গালে কামড়েছে। আমি বুদ্ধি করে ওর গলায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখে এসেছি। বাঁধার সময় বৌ যদিও খুব ছটফট করছিল, কিন্তু আমি পাত্তা দেই নাই।

****

ক্যাটরিনা জলবায়ুর দেশ
শিক্ষক : বকুল, বলো তো, ভারত কোন জলবায়ুর দেশ?
বকুল : স্যার, ক্যাটরিনা জলবায়ুর দেশ।
শিক্ষক : পাজি ছেলে, এই সহজ প্রশ্নের উত্তর জানো না?
বকুল : স্যার, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয়, তাহলে ভারতের জলবায়ু কী দোষ করল?

****

ইংরেজি পারি না স্যার
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো-
প্রশ্নকর্তা : ‘ডাক্তার আসিবার পূর্বে রোগি মারা গেল’- এর ইংরেজি কী হবে?
প্রার্থী : এটার ইংরেজি পারি না স্যার। আরবি পারি।
প্রশ্নকর্তা : আরবিটাই বল শুনি।
প্রার্থী : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।