সিনেমার চিরাচরিত ভুল


প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৫ মে ২০১৬

সিনেমার চিরাচরিত ভুল
• কারো হার্ট অ্যাটাক হলে সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মারাও যায়।
• কোমায় আচ্ছন্ন ব্যক্তি এক মুহূর্তেই ভালো হয়ে যান। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে সোজা ভিলেন দমনে অবতীর্ণ হন।
• মাথার পিছনে রিভলভারের বাঁট দিয়ে একটা মোক্ষম বাড়ি। আর তাতেই অজ্ঞান হয়ে যান সবাই। ঠিক ততক্ষণই অজ্ঞান থাকেন, যতক্ষণ না আঘাতকারীর কাজ হাসিল হচ্ছে।
• নায়িকা ঘুম থেকে ওঠেন মুখে পুরো মেকআপ নিয়েই।
• নোট পাচারের সময়ে সুটকেস/ব্রিফকেস সবসময়ে নোটে ঠাসা থাকে। একটু ফাঁকও থাকে না।
• নায়ককে বাইক বা জিপে তাড়া করে ভিলেন। হেব্বি স্পিডে গাড়ি চালালেও নায়ককে ধরতে পারে না।
• নায়ক বা নায়িকা টিভি অন করলেই কাঙ্ক্ষিত চ্যানেলটি চলে আসে। রিমোট নিয়ে বিভিন্ন চ্যানেল খুঁজতে হয় না।
• মাথায় আঘাত লাগলে স্মৃতিশক্তি লোপ পায়। আবার আঘাত লেগেই স্মৃতি ফিরে আসে। পুরো স্মৃতিটাই ফিরে এসে এক ঝাঁকিতে।
• চোখের নাগালে না আসা পর্যন্ত কোনো গাড়িই শব্দ করে না।
• উচ্চবিদ্যালয়ের ছাত্রদের বয়েস ২৭। কলেজ ছাত্রদের কমপক্ষে ৩২।

****

কঠিনটা আমাকে ধরলেন
শিক্ষক : রাজিব, বলতো ২+২=৪ হলে, ৪+৪=৮ হলে ২৬+২৮ যোগ করলে কত হবে?
ছাত্র : বাহ স্যার, আপনি সোজাগুলো বলে দিয়ে কঠিনটা আমাকে ধরলেন?

****

পাশের সিটটা আমার
সিনেমা চলাকালীন এক ভদ্রলোক উঠে বাইরে গেল। যাওয়ার সময় এক ভদ্রমহিলার পায়ে পাড়া দিল। কিছুক্ষণ পর-
ভদ্রলোক : আমি কি আপনার পায়ে পাড়া দিয়েছিলাম?
ভদ্রমহিলা : হ্যাঁ, কেন, সরি বলবেন?
ভদ্রলোক : না, আপনার পাশের সিটটা আমার। সেটাই শিওর হয়ে নিলাম।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।