সাহেবের চরিত্র কেমন


প্রকাশিত: ০২:০৫ এএম, ২৪ এপ্রিল ২০১৬

সাহেবের চরিত্র কেমন
গৃহিণী বাসার জন্য কাজের বুয়ার ইন্টারভিউ করছেন-
গৃহিণী : সব ঠিকঠাক আছে। তা বেতন কত চাও?
বুয়া : সেটা নির্ভর করবে আপনার সাহেবের চরিত্র কেমন তার ওপর।
গৃহিণী : মানে?
বুয়া : মানে উনার চরিত্র ভালো হইলে দিয়েন ৭০০। আর খারাপ হইলে ৫০০ দিলেই চলবো। বাকিডা আমি ম্যানেজ কইরা নিমুনে।

****

প্রিন্স কোট হয়ে যাবে
ঢাকার এক ধনী ভদ্রলোক কালো প্রিন্স কোট তৈরি করতে গেছেন দর্জির দোকানে। সেই ভদ্রলোকের গায়ের রং অনেক কালো, তার ওপর তিনি হাড়কিপটে।

নানা ধরনের কাপড় তিনি দেখলেন, কিন্তু কোনোটাই আর তার পছন্দ হয় না। তার সঙ্গে ছিলেন এক কুট্টি। ভদ্রলোকের কোনো কাপড় পছন্দ হচ্ছে না দেখে সেই কুট্টি তাকে পরামর্শ  দিলেন-
কুট্টি : কর্তা, আপনি কালো কোটের জন্য খামোখা পয়সা খরচ করতে যাবেন কেন? খালি গায়ে বুকের ওপর ছয়টি বোতাম আর দুই হাতে কব্জির কাছে তিনটি করে ছয়টা বোতাম লাগিয়ে নিন। খাসা প্রিন্স কোট হয়ে যাবে।

****

তোমাকেই ছেড়ে দেব
প্রেমিকা : যদি আমাদের বিয়ে হয় তাহলে তুমি সিগারেট ছেড়ে দিবে?
প্রেমিক : ওকে।
প্রেমিকা : ড্রিংকস করাও?
প্রেমিক : ওকে।
প্রেমিকা : নাইট ক্লাবেও যেতে পারবে না।
প্রেমিক : ওকে।
প্রেমিকা : আর কি কি তুমি ছেড়ে দিবে
প্রেমিক : তোমাকে!

****

সব ছাড়তে রাজি আছি
প্রেমিকা : আমি তোমার জন্য সব ছাড়তে রাজি আছি।
প্রেমিক : সত্যি?
প্রেমিকা : হ্যাঁ।
প্রেমিক : তোমার বাবা-মাকেও?
প্রেমিকা : হ্যাঁ।
প্রেমিক : তোমার সমস্ত আত্মীয়-স্বজন, বিষয়-সম্পত্তি?
প্রেমিকা : হ্যাঁ।
প্রেমিক : স্টার প্লাস?
প্রেমিকা : মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।