আজকের কৌতুক: গরু বেচে উকিলের ফি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৭ জুন ২০২৪

গরু বেচে উকিলের ফি
এক চোরকে পুলিশ ধরেছে। সে আবার জামিনের জন্য এক উকিলের কাছে গেছে
উকিল: তোমার তাহলে চুরির মামলা? কিন্তু মামলার খরচ চালাবে কী করে?
মক্কেল: হুজুর টাকাপয়সা নেই। তবে একটা গরু আছে।
উকিল: ঠিক আছে। তাহলে গরু বেচেই আমার ফি দেবে। তা পুলিশ তোমার নামে কোন জিনিস চুরির মামলা দিয়েছে।
মক্কেল: ওই গরু চুরির মামলা হুজুর।

****

বাদুড় পালার জ্বালা
উকিল: আপনি আপনার ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাইছেন কেন?
বাদী: স্যার আমার বড় ভাই তার ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই তার ঘরে ২টা গরু পালে, সেজো ভাই পালে চার ভেড়া… গন্ধে টিকতে পারি না।
উকিল: আপনার ঘরের জানালা খুলে রাখলেই পারেন।
বাদী: পাগল হয়েছেন। জানালা খুলি আর আমার পালা বাদুড়গুলো সব উড়ে যাক।

****

গাছতলাটা ভারি অন্ধকার
সন্ধ্যায় পার্কের লাইটপোষ্টের নিচে এক লোক কিছু একটা খুঁজছিল।
পথচারী: কী ভাই, কিছু হারিয়েছেন বুঝি?
ভদ্রলোক: হ্যাঁ ভাই, ওই গাছতলায় আমার আংটিটা পড়ে গিয়েছে।
পথচারী: তা এখানে খুঁজছেন কেন? গাছতলায় খুঁজুন।
ভদ্রলোক: গাছতলাটা ভারি অন্ধকার–কোনো আলো নেই। তাই এখানে খুঁজছি।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।