এখন ভূমিকম্প হচ্ছে


প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৩ এপ্রিল ২০১৬

এখন ভূমিকম্প হচ্ছে
এক বিদেশি ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ  হয়ে পড়লেন। জাপানি ডাক্তার গিয়ে দেখলেন। তিনি একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন।
বিদেশি ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন, ‘বাবারে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে দেখি, মনে হচ্ছে টলছি, ঘরের আসবাবগুলোও চোখের সামনে দুলছে।’
ডাক্তার বললেন, ‘না, না, ওষুধের জন্য নয়, এখন ভূমিকম্প হচ্ছে!’

****

রান আউট
একদিন গৌতম গেল ক্রিকেট ম্যাচের আম্পায়ারিং করতে। শুরু হল খেলা। বোলার বল করল এবং বল লাগলো ব্যাটসম্যানের রানে। গৌতম সাথে সাথে আউট দিয়ে দিল। ব্যাটসম্যান ও বোলার তো অবাক!
ব্যাটসম্যান : এইডা কী আউট দিলেন আপনি?
গৌতম : রান আউট।
ব্যাটসম্যান : আমি রান নিলাম কখন?
গৌতম : রানে বল লাগছে তাই রান আউট।

****

ইন্ডিয়ান সিরিয়াল
ইন্ডিয়ান সিরিয়াল দেখে এক মহিলার ধারণা জন্মালো, তার স্বামী পরকীয়া করছেন।
১ম দিন : মহিলা তার স্বামীর শার্টে একটা লম্বা চুল খুঁজে পেলেন।
- তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতেছো?
- কি বলো এই সব?
- এই চুল আসলো কোথা থেকে?
- শোনো। এইটা তো তোমার চুলও হতে পারে।

২য় দিন : স্বামী বাসায় ফেরার আগে ভালো করে শার্ট ঝারলেন। তবু তার স্ত্রী একটা চুল খুঁজে পেলেন। চুলের সাইজ দেখে কান্না জুড়ে দিলেন।
- তুমি বয়কাট মেয়েদের সাথে প্রেম করতেছো?
- আরে এইটা তো আমার চুল হতে পারে। শান্ত হও।

৩য় দিন : ভদ্রলোক আরো সতর্ক। ভালো ভাবে চেক করলেন, কোনো চুল নেই। তবু তার স্ত্রী হাউকাউ শুরু করে দিলেন
- ছি, ছি, তুমি টাক মাথার মেয়েদের সাথে প্রেম করতেছো?

****

ঝোপের আড়ালে
জঙ্গলে বিমান ক্র্যাশ করেছে। বেঁচে যাওয়া যাত্রীরা ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। এক যাত্রী গাছের আড়ালে দাঁড়াতেই ছুটে এলো একজন এয়ার ক্রু।
ক্রু : এখানে কী করছেন?
যাত্রী : দেখতেই পাচ্ছেন ছোট কাজ করার জন্য দাঁড়িয়েছি।
ক্রু : মাফ করবেন, এখানে এটা আপনি করতে পারেন না।
যাত্রী : মানে?
ক্রু : এটা প্রথম শ্রেণির যাত্রীদের টয়লেট, আপনারা পাশের ঝোপের আড়ালে যান।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।