ভালোবাসা কে আবিষ্কার করেছে


প্রকাশিত: ০২:১২ এএম, ১৯ এপ্রিল ২০১৬

ভালোবাসা কে আবিষ্কার করেছে
ছোট কাজলকে শিক্ষক-
শিক্ষক : ভালোবাসা কে আবিষ্কার করেছেন?
কাজল : কোনো এক চীনা কোম্পানি, স্যার।
শিক্ষক : কীভাবে বুঝলে?
কাজল : এটার কোনো গ্যারান্টি নেই, কোয়ালিটিও নেই। টিকলে সারাজীবন টিকতে পারে, না টিকলে দু’দিনও টেকে না।

****

যার যা ইচ্ছা খেয়ে আসে
পোল্ট্রি ৩টি ফার্মের মালিককে পুলিশ ধরে নিয়ে আসল।
ইন্সপেক্টর : মুরগিকে কী খাবার দাও?
১ম মালিক : স্যার আমি মুরগিকে ভুষি খাওয়াই।
ইন্সপেক্টর : ভুল খাবার। একে অ্যারেস্ট করো।
২য় মালিক : আমি মুরগিকে চাল খাওয়াই স্যার।
ইন্সপেক্টর : তুমিও ভুল খাবার দাও। ওকেও অ্যারেস্ট করো।
৩য় মালিক দেখল ঘোর বিপদ- তাই সে বলল, ‘আমি তো সব মুরগির হাতে ১০ টাকা করে দিয়ে দেই, যার যা ইচ্ছা দোকান থেকে গিয়ে খেয়ে আসে।’

****

তাবিজ না ওটা টি ব্যাগ
একদিন রনি বাড়ি ঢুকে বউকে চা দিতে বলল। বউ চা দিতেই বউকে ধরে পেটাতে লাগলো।
প্রতিবেশীরা মারের আওয়াজ শুনে ছুটে এসে জিজ্ঞেস করল কি হয়েছে? মারছেন কেন?
রনি : এই মহিলা আমার চায়ে তাবিজ মিশিয়েছে- আমাকে বশ করবে বলে।
স্ত্রী : তাবিজ না ওটা তো টি ব্যাগ ছিল!

****

শুভ কাজের আগে মিষ্টি মুখ
রুমী ও তার স্ত্রীর তুমুল ঝগড়ার পর-
স্ত্রী : এবার কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব!
রুমী : এই, এই নাও চকলেট খাও।
স্ত্রী : থাক থাক, আর রাগ ভাঙাতে হবে না।
রুমী : না রে পাগলি, মা বলেছে, ‘শুভ কাজের আগে মিষ্টি মুখ করতে।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।