কৃপণ কাকে বলে


প্রকাশিত: ০২:১০ এএম, ১৭ এপ্রিল ২০১৬

কৃপণ কাকে বলে
শিক্ষক : বলো তো, কৃপণ কাকে বলে?
সাব্বির : যাকে ১০০ ম্যাসেজ দিলেও রিপ্লাই করে না, তাকে কৃপণ বলে।
শিক্ষক : খুব ভালো। একটা উদাহরণ দাও।
সাব্বির : যেমন আপনার মেয়ে।

****

২ দিনও টিকে না
শিক্ষক : ‘I love You’ কথাটি কে আবিষ্কার করেছে?
ছাত্র : স্যার, চায়না কোম্পানি।
শিক্ষক : কীভাবে!
ছাত্র : এর কোনো গ্যারান্টি নেই, কোয়ালিটিও নেই। টিকলে সারাজীবন টিকে যায়, না টিকলে ২ দিনও টিকে না!

****

মাথার উপর দিয়া বিমান গেল
চালক : ওই পাগল, সরবি না তোর গায়ের উপর দিয়া গাড়ি চালামু?
পাগল : আরে যা যা! একটু আগে মাথার উপর দিয়া বিমান গেল কিছুই হইলো না, তোর তো একটা গাড়ি!

****

পাখাটা চলছে কেন
এক কৃপণ লোক মৃত্যুশয্যায়-
কৃপণ : ওগো আমার স্ত্রী কোথায়?
স্ত্রী : এই তো এখানে।
কৃপণ : আমার ছেলে-মেয়েরা কোথায়?
ছেলে-মেয়ে : এই তো বাবা এখানে, তোমার পাশে আমরা সবাই আছি।
কৃপণ : ও! সবাই তো দেখছি এখানে। তাহলে পাশের রুমে পাখাটা চলছে কেন?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।