নোটখানা জাল আছিলো


প্রকাশিত: ০২:০৪ এএম, ১৬ এপ্রিল ২০১৬

নোটখানা জাল আছিলো
১ম ফকির : আইজকা মতিঝিলে একখান ১০০ টাকার নোট কুড়ায়ে পাইছিলাম!
২য় ফকির : কস কি? তোর দেখি বিরাট ভাইগ্য!
১ম ফকির : আরে না, নোটখানা জাল আছিলো, তাই ফালায়া দিছি!
২য় ফকির : জাল আছিলো ক্যামনে বুঝলি?
১ম ফকির : তুই কোনোদিন ১০০ টাকার নোটে ১ এর পরে তিনটা শূন্য দেখছোস?

****

পাশেই লেডিস হোস্টেল
দুই বন্ধুর মধ্যে ডাকাতির গল্প হচ্ছিল-
১ম বন্ধু : তোকে গাড়ি থেকে নামিয়ে সর্বস্ব লুট করে ডাকাতরা পালিয়ে গেল অথচ তুই কিনা চেঁচিয়ে লোক জড়ো করতে পারিসনি?
২য় বন্ধু : কোনো উপায় ছিল না বন্ধু। ওরা আমার টাকা-পয়সাসহ গায়ের জামা-কাপড় সব খুলে নিয়েছিল। আর পাশেই ছিলো লেডিস হোস্টেল। বুঝতেই পারছিস...।

****

টিচাররা কিছুই জানে না
ছেলে : আমি আর স্কুলে যাবো না বাবা।
বাবা : কেন রে খোকা, লেখাপড়া করতে ভালো লাগে না?
ছেলে : তা নয়, স্কুলের টিচাররা কিছুই জানে না। সবসময় শুধু ছাত্রদেরই পড়া জিজ্ঞেস করে!

****

এক ছেলেকে বিয়ে করেছিল
১ম ব্যক্তি : ভাই, আপনি বিয়ে করেছেন?
২য় ব্যক্তি : হ্যাঁ।
১ম ব্যক্তি : কাকে?
২য় ব্যক্তি : একজন মেয়েকে।
১ম ব্যক্তি : কেউ কি ছেলেকে বিয়ে করে?
২য় ব্যক্তি : হ্যাঁ, করে। গত বছর আমার বোন এক ছেলেকে বিয়ে করেছিল।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।