আসলে উনিই ছিলেন যাত্রী


প্রকাশিত: ০২:১১ এএম, ১৩ এপ্রিল ২০১৬

আসলে উনিই ছিলেন যাত্রী
ট্রেন ছেড়ে দিয়েছে। এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে দেখে একজন গার্ড টেনে-হিঁচড়ে তাদের মধ্য থেকে দু’জনকে তুলতে পেরেছে। ট্রেনের গতি বেড়ে যাওয়ায় বাকি জনকে তুলতে পারেনি।
গার্ড : ব্যাপার কী! এতো কষ্ট করে দু’জনকে তুললাম, অথচ আপনারা একটুও ধন্যবাদ দিচ্ছেন না?
দু’জন : ধন্যবাদ দিই কী করে? যেই জনকে ফেলে এসেছেন, আসলে উনিই ছিলেন যাত্রী। আর আমরা এসেছিলাম ওনাকে ট্রেনে উঠিয়ে দিতে।

****

চুপচাপ চলে গিয়েছিলাম
গ্রামের একটি চায়ের দোকানে শামিম গেছে চা খেতে। চা খাওয়ার আগে তার সাইকেলটা দোকানের পাশে রাখলো। চায়ের দোকানদার আবার সাইকেল চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। দোকানদার শামিমকে চা খেতে দিয়ে সাইকেলটা সরিয়ে ফেলে।

শামিম চা খেয়ে সাইকেল খুঁজে না পেয়ে দোকানদারকে বললো, ‘আমার সাইকেল যদি না পাই, তাহলে নোয়াখালীতে সাইকেল হারিয়ে যা করেছিলাম তা-ই করবো কিন্তু।’

দোকানদার ভয় পেয়ে চোরদের কাছ থেকে সাইকেল এনে দিয়ে শামিমকে প্রশ্ন করলো, ‘ভাই, নোয়াখালীতে কী করছিলেন?’ শামিম গম্ভীর হয়ে বললো, ‘আর কী করেছিলাম? সাইকেল না পেয়ে চুপচাপ চলে গিয়েছিলাম।’

****

বাকিরা দৌড়াচ্ছে কেন
ম্যারাথন দেখতে গিয়ে-
ইমন : আচ্ছা এতো লোক দৌড়াচ্ছে কেন?
ব্যক্তি : এটা ম্যারাথন, সবাই দৌড়াচ্ছে, চ্যাম্পিয়ন পুরস্কার পাবে বলে।
ইমন : শুধু চ্যাম্পিয়নই যদি পুরস্কার পায়, তাহলে বাকিরা দৌড়াচ্ছে কেন?

****

বড্ড বেশি হয়ে যাবে
রনি একটা পিৎজা অর্ডার দিয়েছেন।
বেয়ারা : স্যার, এটাকে আট পিস করবো, না চার পিস?
রনি : চারই করে দে, আটটা বড্ড বেশি হয়ে যাবে, খেতে পারবো না।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।