ওপাশের প্ল্যাটফর্মে যাবো


প্রকাশিত: ০২:০৭ এএম, ১২ এপ্রিল ২০১৬

ওপাশের প্ল্যাটফর্মে যাবো
স্টেশন মাস্টারকে এক ভদ্রলোক বলছেন-
ভদ্রলোক : ভাই, সিলেটের ট্রেনটা কখন ছাড়বে?
মাস্টার : সাড়ে আটটায়।
ভদ্রলোক : আর চট্টগ্রামেরটা?
মাস্টার : এগারোটায়।
ভদ্রলোক : তাহলে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনটা যাবে কখন?
মাস্টার : আরে এতো ট্রেনের খবর নিচ্ছেন, আপনি যাবেন কোথায়?
ভদ্রলোক : না, মানে আমি রেললাইনটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মে যাবো তো।

****

যার যা অভাব
শিক্ষক : সবুজ তোমার সামনে যদি একটা টাকার ব্যাগ এবং একটা জ্ঞানের ব্যাগ রাখি তাহলে তুমি কোনটা নেবে?
সবুজ : আমি টাকার ব্যাগ নেবো।
শিক্ষক : আমি হলে কিন্তু জ্ঞানের ব্যাগটাই নিতাম।
সবুজ : যার যা অভাব সে তো তাই নেবে।

****

মাটিতে পড়ে ফেটে যেতো
শিক্ষক : বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?
ছাত্র : তাহলে আমাদের আর ডিম খাওয়া হতো না!
শিক্ষক : মানে?
ছাত্র: তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেতো।

****

দরজা তো আমার কাছে
শামসু তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে! এই দেখে এক লোক জিজ্ঞেস করলো-
লোক : ভাই দরজা কি বিক্রি করবেন নাকি?
শামসু : না ভাই, দরজার তালা চেঞ্জ করবো চাবি হারাইয়া গেছে!
লোক : কিন্তু ঘরে যদি চোর ঢোকে?
শামসু : কীভাবে ঢুকবে? দরজা তো আমার কাছে!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।