আজকের কৌতুক: বন্ধ ঘরে প্রেমিকা যা দেখালো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

বন্ধ ঘরে প্রেমিকা যা দেখালো
প্রেমিকা: দরজা-জানালা বন্ধ করে দাও!
প্রেমিক: কেন?
প্রেমিকা: তোমাকে একটা গোপন জিনিস দেখাব!
প্রেমিক: সত্যি?
প্রেমিকা: হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দাও, যাতে আলো না আসে!
প্রেমিক: তারপর?
প্রেমিকা: আমার কাছে আসো
প্রেমিক: ওহ! আর কী করবো বলো?
প্রেমিকা: এবার দেখো, আমার ঘড়িতে লাইট জ্বলে!

****

বিজ্ঞাপন

একদিনেই চাকরি নট
সদ্য চাকরি হারিয়েছে এক যুবকের। বন্ধুর বাড়িতে এসে সে তার দুঃখের কথা জানাচ্ছিল—
বন্ধু: ফোরম্যান তোমাকে বরখাস্ত করল কেন?
যুবক: তুমি তো জানো, ফোরম্যানরা কী হয়? নিজেরা কাজ না করে দু’পকেটে হাত ঢুকিয়ে অন্যদের কাজ-কর্ম তদারকি করে।
বন্ধু: তা জানি। কিন্তু তিনি তোমাকে তাড়ালেন কেন?
যুবক: আর কেন, ঈর্ষায়। আসলে সব কর্মী আমাকেই ফোরম্যান ভেবে বসেছিল।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সন্তান বেশি থাকার সুবিধা
বাবুর চারটি বাচ্চা। একদিন খবরের কাগজে বাবু দেখলো যে সরকার ঘোষণা করেছে, যার পাঁচটি বা তার বেশি বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার বিশ হাজার টাকা করে দেবে।

বাবু তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালো আর বললো, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?
স্ত্রী: বলো, কিছু মনে করবো না।
বাবু: দেখো, আমার প্রেমিকার কাছে আমার একটি বাচ্চা আছে। তুমি বললে আমি নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটি বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসে মাসে বিশ হাজার টাকা করে পাবো।
স্ত্রী: আচ্ছা যাও।

বাবু বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ঘরের দুটি বাচ্চা গায়েব। বাবু বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কী?
স্ত্রী: যার বাচ্চা সে নিয়ে গেছে, খবরের কাগজ কি তুমি একাই পড়েছো?

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।