খুললেও বিপদ না খুললেও বিপদ


প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৪ এপ্রিল ২০১৬

খুললেও বিপদ না খুললেও বিপদ
শিক্ষক : কিরে রফিক, ইদানিং তুই নাকি জ্ঞানী লোকদের মতো কথাবার্তা বলিস, তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি?
রফিক : বলেন স্যার, চেষ্টা করে দেখি!
শিক্ষক : এমন একটা সমস্যার কথা বলতো, যা করলেও বিপদ না করলেও বিপদ?
রফিক : লুঙ্গিতে আগুন লাগলে!
শিক্ষক : মানে?
রফিক : স্যার, লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ।
শিক্ষক : ফাইজলামি করোস?
রফিক : বিশ্বাস না করলে আপনার লুঙ্গিতে আগুন লাগাইয়া দেখেন।

****

যৌতুকবিরোধী আন্দোলন
গ্রামের এক সভায় মোড়ল-
মোড়ল : আগামী মাস থেকে আমরা যৌতুকবিরোধী আন্দোলনে নামব।
জনৈক : এ মাসে নয় কেন?
মোড়ল : কারণ এ মাসে আমার ছেলের বিয়ে, আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে।

****

মঙ্গলবার বিয়োগ করে
তিন পাগলকে ডাক্তার প্রশ্ন করল-
ডাক্তার : তিন আর তিন গুন করলে কত হয়?
প্রথম জন : ৪২০ হয়।
দ্বিতীয় জন : মঙ্গলবার হয়।
তৃতীয় জন :  ৯ হয়।

তৃতীয় জনের উত্তর শুনে ডাক্তার মহাখুশি। তৃতীয় জনকে জিজ্ঞেস করল, ‘কীভাবে বুঝলে?’
তৃতীয় জন : কেন খুব সহজ, ৪২০ থেকে মঙ্গলবার বিয়োগ করে।

****

আমি কী করে বলব
বাইরে থেকে দরজা নক করছে-
ভেতর থেকে : কে?
বাইরে থেকে : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে : আরে, আপনি কে আমি কী করে বলব?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।