আজকের কৌতুক: যেমন জামাই তেমনি তার শ্বশুর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৮ ডিসেম্বর ২০২৩

যেমন জামাই তেমনি তার শ্বশুর
পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বললো—
পাত্র: বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।
শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’

****

জন্মের ১০ বছর পর যা হয়
শিক্ষক: বল তো ১৮০৯ সালে কে জন্মেছিল?
ছাত্র: আব্রাহাম লিংকন।
শিক্ষক: ১৮১৯ সালে কী ঘটেছিল?
ছাত্র: তার ১০ বছর বয়স হয়েছিল স্যার।

****

ব্রিজে হাঁটলেও টোল দিতে হবে
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে।
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।