মেয়েদের নামে ফেসবুক আইডি


প্রকাশিত: ০২:২১ এএম, ২৮ মার্চ ২০১৬

মেয়েদের নামে ফেসবুক আইডি
মন্টু : বাবা আজ তোমাকে একটা কথা বলতে চাই?
বাবা : বল।
মন্টু : আমি মেয়েদের নাম দিয়ে ফেসবুকে পাঁচটা ফেক আইডি খুলছি।
বাবা : তোর আর কোনো কাজ নাই? এইসব করোছ? তা এই কথা তুই আমাকে কেন বলছিস?
মন্টু : বাবা তুমি যে গত এক মাস যাবত স্বর্ণা চৌধুরী নামের মেয়েটাকে পটানোর চেষ্টা করছো, ওইটা আমি।

****


আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট খেলা হবে।
আফ্রিকা : ছেড়ে দে ভাই, দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার সর্বনাশ করিস না!
বাংলাদেশ : হা-হা-হা-হা আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?
আফ্রিকা : বৃষ্টি বাঁচাবে আমাকে!
বাংলাদেশ : হা-হা-হা-হা বৃষ্টি পাকিস্তান, ইন্ডিয়াকে বাঁচাতে পারেনি- তোমাকেও পারবে না!

****
 
অভিভাবক ও শিক্ষক!
অভিভাবক : মাস্টারসাহেব, আপনার কী মনে হয়, আমার ছেলে বড় হয়ে কী হবে?
শিক্ষক : মনে হয় মহাকাশচারী হবে।
অভিভাবক : কেন? এত কিছু থাকতে ও মহাকাশচারী হতে যাবে কেন?
শিক্ষক : বারবার বুঝিয়ে দেয়ার পরও যখন পড়া জিজ্ঞেস করি, তখন মনে হয় ও যেন আকাশ থেকে পড়ল।

****

আপনি কি জর্দা খান
অনিক ও তার বন্ধু গেছে পানের দোকানে-
অনিক : একটা পান দেন।
দোকানদার : কী দিয়ে খাবেন?
অনিক : কেন, দাঁত দিয়ে।
দোকানদার : বলছি কীভাবে খাবেন?
অনিক : চিবিয়ে খাবো?
দোকানদার : আরে ভাই, সাথে কী খান?
অনিক : সাথে আমার বন্ধু হাবলু খাঁন।
দোকানদার : আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান?
অনিক : জ্বি না। আমি অনিক খাঁন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।