দুই কৃপণের ভালোবাসা


প্রকাশিত: ০২:০৯ এএম, ২৭ মার্চ ২০১৬

দুই কৃপণের ভালোবাসা
এক কৃপণ ছেলের সঙ্গে এক কৃপণ মেয়ের প্রেম চলছে। একদিন রাতে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে আসতে বলল-
মেয়ে : সবাই ঘুমিয়ে পড়লে আমি উপর থেকে একটা কয়েন ফেলব, তুমি কয়েনের শব্দ পেলে চুপিচুপি উপরে চলে আসবে।

কথামত রাতে সবাই ঘুমিয়ে পড়লে মেয়েটি নিচে কয়েন ফেলল। কয়েন পড়ার ঝনঝন শব্দ হল, কিন্তু বয়ফ্রেন্ডের আসার আর নাম নেই। প্রায় এক ঘণ্টা পরে চুপিচুপি বয়ফ্রেন্ডের আগমন।

মেয়ে : কী ব্যাপার? এতক্ষণ লাগালে যে? কয়েন ফেলার শব্দ পাওনি?
ছেলে : পেয়েছি তো, কিন্তু অন্ধকারে কয়েনটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেলো।
মেয়ে : আরে ধুর, আমি কি অত বোকা? কয়েনটা তো আমি সুতা দিয়ে বেঁধে নিচে ফেলে আবার উপরে তুলে নিয়েছি!

****

দেখতে আমার নানির মতো
রাস্তায় এক যুবতি হেটে যাচ্ছে। এক যুবক তার দিকে তাকিয়ে আছে। যুবতিটি যুবককে তাকিয়ে থাকতে দেখে-
যুবতি : কী দেখছেন এইভাবে?
যুবক : আপনাকে।
যুবতি : জীবনে কখনো মেয়ে দেখেন নাই? আপনার ঘরে কি মা-বোন নাই?
যুবক : মা-বোন তো আছে কিন্তু নানি নাই। আর আপনি দেখতে আমার নানির মতো তো, তা-ই!

****

রবি ঠাকুরের আরেক নাম
স্যার : সগির, বলতো রবি ঠাকুরের আরেক নাম কী ছিল?
সগির : একটেল ঠাকুর স্যার।
স্যার : কী? কীভাবে?
সগির : কারণ একটেল এখন রবি।

****

কাস্টমার কেয়ারে চাকরি
জাকির গ্রামীণফোন কল সেন্টারে অপারেটরের চাকরি পেয়েছে-
ফার্স্ট কলার : হ্যালো।
জাকির : হ্যাঁ, জাকির বলছি। আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
ফার্স্ট কলার : আমার জিপি সিমটা নষ্ট হয়ে গেছে!
জাকির : আরে পাগল, নষ্ট হয়েছে তো কী হয়েছে? এখন অন্য কোম্পানির সিমে সুযোগ-সুবিধা ভালো। আপনি অন্য যেকোনো একটা সিম কিনে ফেলেন!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।