প্রেমের প্রস্তাব দিতে গিয়ে


প্রকাশিত: ০২:৫০ এএম, ২৪ মার্চ ২০১৬

প্রেমের প্রস্তাব দিতে গিয়ে
বল্টু এক মেয়েকে ভালোবাসে তাই গেলো প্রস্তাব দিতে-
বল্টু : এক্সকিউজ মি, আই লাভ ইউ সো মাচ! ডু ইউ লাভ মি?

এই শুনে মেয়েটি তার ড্রাইভারকে দিয়ে বল্টুকে খুব মার দিলো। এতেও মেয়েটির রাগ না কমাতে সে নিজেও বল্টুকে কতক্ষণ মারলো। তাতেও মেয়েটির রাগ কমলো না। শেষে বাসার সব লোক মিলে বল্টুকে মারলো।

মার খেয়ে বল্টু কোনো রকম উঠে দাঁড়িয়ে বলে-
বল্টু : ম্যাডাম সব কিছু তো ঠিক আছে। তাহলে কি আমি উত্তরটা না বলেই ধরে নিবো ?

****

তিনটি ইচ্ছা পূরণ করবো
হাবলু ভীষণ অলস। একদিন ঘটনাক্রমে সে একটা জাদুর প্রদীপ পেল। প্রদীপ ঘষতেই হাজির হলো দৈত্য-
দৈত্য : আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করবো। ঝটপট বলো।
হাবলু : আমি একটা পোষা ঘোড়া, একজন কুস্তিগীর আর একটা পিপড়া চাই।
দৈত্য : ঘোড়া কেন?
হাবলু : বাইরে একে তো প্রচণ্ড রোদ, তার ওপর যানজট। আমি ঘোড়ার পিঠে চড়ে এক ছুটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই।
দৈত্য : কুস্তিগীর দিয়ে কী হবে?
হাবলু : কুস্তিগীর আমাকে ঘোড়ার পিঠে তুলে দেবে।
দৈত্য : তা তো বুঝলাম। কিন্তু পিঁপড়া কেন?
হাবলু : ঘোড়া কি কষ্ট করে আমি ছোটাব নাকি? পিঁপড়া কামড় দেবে আর ঘোড়া ছুটবে!

****

কয় টাকার বিষ লাগবে
রাকিব গেছে দোকানে বিষ কিনতে।
দোকানদার : ভাই বিষ দিয়া কী করবেন?
রাকিব : আত্মহত্যা করবো।
দোকানদার : ক্যান ভাই?
রাকিব : কিছু কিছু জিনিস আছে কাউকে বোঝানো যায় না।
দোকানদার : মানে?
রাকিব : আজ সকালে আমি গরুর দুধ দোহাচ্ছিলাম। হঠাৎ করে গরুটা বাম পা দিয়ে লাথি মারতে লাগল। আমি বাধ্য হয়ে বাঁশের সাথে বাম পা বেঁধে রাখলাম। এরপর গরুটা ডান পা দিয়ে লাথি মারা শুরু করলো। আমি এবার গরুর ডান পাও বাঁশের সাথে শক্ত করে
বাঁধলাম। অবশেষে লেজ দিয়ে বাড়ি মারতে লাগলো। ভাবলাম লেজটাও বেঁধে রাখি। কিন্তু লেজ বাঁধার জন্য কিছু পেলাম না। শেষমেষ নিজের বেল্ট খুলে বাঁধতে লাগলাম। বেল্ট খোলার কারণে আমার প্যান্ট হঠাৎ করে খুলে গেলো। এমন সময় আমার বউ গোয়ালে এসে আমাকে ঐ অবস্থায় দেখলো। এখন আপনিই বলেন, আমি আমার বউকে কী করে তা বোঝাবো? বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। এ জীবন আমি আর রাখতে চাই না।
দোকানদার : ভাই কয় টাকার বিষ লাগবে?

এসইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।