আজকের কৌতুক: ট্রাফিক পুলিশের মাছ ধরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৫ আগস্ট ২০২৩

ট্রাফিক পুলিশের মাছ ধরা
নির্দিষ্ট গতিসীমার চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করলো ট্রাফিক পুলিশ—
বল্টু: অনেকেই আমার মতো দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আপনি আমাকেই কেন আটক করলেন?
পুলিশ: আপনি কখনো মাছ ধরেছেন?
বল্টু: হ্যাঁ! কিন্তু কেন?
পুলিশ: কখনো কাউকে এক সঙ্গে সব মাছ ধরতে দেখেছেন?

****

স্বামী হারিয়ে যাওয়ার খুশি
হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলেন এক ভদ্রমহিলা। পোস্টমাস্টারের কাছে গিয়ে বললেন—
ভদ্রমহিলা: এই যে ভাই শুনছেন, আমার স্বামী হারিয়ে গিয়েছে।
পোস্টমাস্টার: তো পোস্ট অফিসে এসেছেন কেন? থানায় যান।
ভদ্রমহিলা: ওহ! তাই তো! দুঃখিত ভাই। আসলে খুশিতে কী যে করব, বুঝে উঠতে পারছি না!

****

এখনকার প্রেমিকদের বিশ্বাস নেই
দুই বান্ধবীর অনেকদিন পর দেখা। অনেক গল্প হচ্ছে দুজনের। একজন অন্যজনকে বলছে—
১ম বান্ধবী: এখনকার ছেলেদের প্রতি কোনো বিশ্বাস নাই রে!
২য় বান্ধবী: কেন বল তো?
১ম বান্ধবী: আমি আজ থেকে ওর মুখও দেখতে চাই না!
২য় বান্ধবী: কেন রে? তুই কি ওকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখেছিস?
১ম বান্ধবী: আরে দূর! ও আমাকে অন্য ছেলের সঙ্গে দেখেছে!
২য় বান্ধবী: বলিস কী!
১ম বান্ধবী: হ্যাঁ, কালকে বললো, ও নাকি শহরের বাইরে যাবে। দেখলি কত বড় মিথ্যাবাদী।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।