মাদারবোর্ডের কথা শোনে


প্রকাশিত: ০২:০৮ এএম, ২০ মার্চ ২০১৬

মাদারবোর্ডের কথা শোনে
ছোট্ট ছেলে : মা কম্পিউটার এত স্মার্ট হয় কী করে?
মা : কারণ কম্পিউটার সবসময় মাদারবোর্ডের কথা শোনে তাই।

****

মা-ই বাজারটা করে
ছেলে : বাবা তুমি জানো এক প্যাকেট চকলেট চিপস কুকি আর এক প্যাকেট ডগ ফুডের মধ্যে পার্থক্য কী?
বাবা : না, জানি না, কী বলো তো?
ছেলে: ভালো হয়েছে যে মা-ই বাজারটা করে।

****

মা ও বাবার পার্থক্য
মায়ের কাছে সন্তানের জিজ্ঞাসা-
মা খিদে পেয়েছে
মা শীত করছে
মা গরম লাগছে
মা আমায় ওটা দাও না
মা আমার ঘড়ি কোথায়
মা আমায় টিচার বকেছে
মা বাবাকে বল না আমায় অঙ্কটা দেখিয়ে দিতে
মা জানো আজ আমার খুব মাথা গরম হয়েছে

বাবার কাছে সন্তানের জিজ্ঞাসা-
মা কোথায়?

****

কেমন অনুভূতি হয়
মেয়ে : আচ্ছা বিশ্বে সবচেয়ে ভালো মেয়ের মা হয়ে কেমন অনুভূতি হয়?
মা : আমি তো বলতে পারবো না, তোমার নানির কাছে জানতে হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।