বিপদ যতো ছোট হয়


প্রকাশিত: ০২:১৩ এএম, ১৯ মার্চ ২০১৬

বিপদ যতো ছোট হয়
১ম বান্ধবী : কীরে, কী খবর?
২য় বান্ধবী : আর বলিস না!
১ম বান্ধবী : এতো দেখেশুনে শেষমেষ এই খাটো লোকটাকে বিয়ে করলি।
২য় বান্ধবী : আরে বিপদ যতো ছোট হয় ততোই ভালো।

****

সরকার কাকে বলে
ছেলে : বাবা সরকার কাকে বলে?
বাবা : আমি সংসার চালাই তাই আমি সরকারি দল। আর তোর মা খালি খালি ঘ্যান ঘ্যান করে। তাই তোর মা বিরোধী দল। তুই জনগণ। তোর ছোট বোন দেশের ভবিষ্যৎ। আর আমাদের কাজের মেয়ে টুম্পা শোষিত শ্রেণি।

কিছুক্ষণ পরে মামা ফোন করল-
মামা : কীরে সবার খবর কী?
ছেলে : সরকার ঘুমোচ্ছে। বিরোধী দল সুবিধামতো আছে। ভবিষ্যৎ কাঁদছে। শোষিত শ্রেণি শোষিত হচ্ছে। আর জনগণ তাকিয়ে তাকিয়ে দেখছে।

****

ভগবান আর ডাক্তার
বাবা : ভগবান আর ডাক্তারকে কখনো রাগাতে নেই।
ছেলে : কেন বাবা?
বাবা : ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেয়।

****

উসসারণ খোব সক্ত
এক শিক্ষক ছাত্রদের উচ্চারণ সম্পর্কে পড়াচ্ছেন-
শিক্ষক : মনে রাখতে হবে যে, বাংলার উসসারণ-ই আষল। এবং বাংলা সব্দের শঠিক উসসারণ খোব সক্ত...!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।