আজকের কৌতুক: ২৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য উপহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৪ জুলাই ২০২৩

২৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য উপহার
দীর্ঘ ২৪ বছর ধরে সংসার করার পরে স্বামী-স্ত্রীর কথোপকথোন—
স্ত্রী: সুইটহার্ট! আমাদের ২৫তম বিবাহবার্ষিকীতে তুমি আমার জন্য কী করবে?
স্বামী: তোমাকে আমি নিঝুম দ্বীপে নিয়ে যাব! সেখানে চারিদিকে শুধু নীল সমুদ্র। আশেপাশে লোকজন তেমন চোখে পড়ে না।
স্ত্রী: আহ! কী মজার হবে! আর ৫০তম বার্ষিকীতে?
স্বামী: তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনবো!

****

বয়স লুকানোর অসুবিধা
হাসপাতালে অপারেশন থিয়েটার প্রস্তুত। যার অপারেশন হবে সেই ব্যক্তিকে চিকিৎসক জিজ্ঞেস করলেন—
চিকিৎসক: আপনার বয়স কত?
রোগী: ২৮ বছর
চিকিৎসক: ডাক্তারের কাছে বয়স লুকোতে নেই।
রোগী: ৩২ বছর।
চিকিৎসক: অ্যানেসথেসিয়ার জন্যে প্রকৃত বয়স জানা খুবই জরুরি! না হলে পরে সমস্যা হবে আপনার।
রোগী: ৩৭ বছর সর্বোচ্চ।
চিকিৎসক: বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে আপনি ব্যথা পাবেন। বেশি হলে কিডনি আক্রান্ত হতে পারে।
রোগী: ৪২ বছরের একটুও বেশি না ডাক্তার।
চিকিৎসক: আমার সন্দেহ হচ্ছে, আরেক বার ভেবে বলুন, প্লিজ!
রোগী: বিশ্বাস করুন, ৪৮ বছর! এবার মরে গেলে যাব, কিন্তু আর একদিনও বাড়াতে পারব না।

****

ভীতু লোকের নদীতে গোসল
ভীতু লোক: ওহে জেলে ভাই, নদীতে সাপ নেই তো?
জেলে: না ভাই, সাপ নেই।
ভীতু লোক: তাহলে তো নিশ্চিন্তে গোসল করা যায়।
জেলে: হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে গোসল করতে হবে।
ভীতু লোক: কেন?
জেলে: কুমির আছে। এই কুমিরই তো সব সাপ খেয়ে শেষ করেছে।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।