আজকের কৌতুক: স্ত্রীকে খুশি রাখতে স্বামীদের প্রশিক্ষণ
স্ত্রীকে খুশি রাখতে স্বামীদের প্রশিক্ষণ
সংসার সুখের করতে স্বামীদের অবদান অনেক। তাই তো কীভাবে স্ত্রীকে খুশি রাখা যায় এবং সংসার সুখের করা যায় সে বিষয়েই স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রশিক্ষক বললেন—
প্রশিক্ষক: যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনেন, তবে…
এক স্বামী: তবে কী?
প্রশিক্ষক: এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই।
এক স্বামী: কেন?
প্রশিক্ষক: স্বামীর কথা আসলে কোনো স্ত্রীই ঠিকমতো শোনেন না।
এক স্বামী: তাহলে কী করার আছে?
প্রশিক্ষক: সব সময় স্ত্রীর কথাই মেনে নেবেন। সে হ্যাঁ বললে হ্যাঁ, না বললেও হ্যাঁ।
****
পড়া ফাঁকি দেওয়া ছাত্র
ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন। দেখছেন পেছনে বসে ছাত্রগুলো দুষ্টমি করছে। তিনি এক ছাত্রকে দাঁড়াতে বললেন। এরপর জিজ্ঞেস করলেন—
শিক্ষক: বল, দামোদর নদী কোথায় প্রবাহিত?
ছাত্র: মাটির ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক: এই ম্যাপের মধ্যে দেখা, দামোদরের জলধারা কোথা দিয়ে বইছে।
ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। জল লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!
****
বিয়ের খরচ
১০ বছরের ছেলে রতন বাবাকে জিজ্ঞেস করছে—
রতন: একটি বিয়ে করতে কত খরচ হয় বাবা?
বাবা: আমি আসলে ঠিক জানি না খোকা।
ছেলে: কেন জানো না? তুমি কি অংক পারো না বাবা?
বাবা: অংক পারি, কিন্তু খরচ তো এখনো চলছে রে বাবা।
কেএসকে/জিকেএস