আজকের জোকস: ইঁদুরের বিদ্রোহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৩ জুন ২০২৩

ইঁদুরের বিদ্রোহ
দুই বান্ধবী মলি আর জলি। গল্প করছে নিজেদের মধ্যে। হঠাৎ মলি জলিকে জিজ্ঞেস করলো—
মলি: আচ্ছা বল তো, ইঁদুররা যদি বিপ্লবের ডাক দেয় তাহলে তাদের ইস্যু কী হবে?
জলি: কী হবে?
মলি: পেনড্রাইভের বিরুদ্ধে।
জলি: কেন?
মলি: সব বই-পুস্তক যে এখন পেনড্রাইভেই থাকে।

****

ডিমের বিচি
অসুস্থ ছােট ছেলে কিছুতেই ট্যাবলেট খেতে চায় না। তাই মা বাধ্য হয়ে সিদ্ধ ডিমের ভেতরে ট্যাবলেট ঢুকিয়ে ছেলেকে খেতে দেয়। কিছুক্ষণ পর মা এসে জিজ্ঞেস করলেন—
মা: বাবু, ডিমটা কি খেয়েছ?
ছেলে: হ্যাঁ মা, খেয়েছি। তবে ডিমের বিচিটা ফেলে দিয়েছ।

****

কালের প্রকারভেদ
শিক্ষক ক্লাসে ছাত্রদের বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞেস করলেন—
শিক্ষক: রাকিব, বল তো বাংলায় কাল কত প্রকার ও কী কী?
রাকিব: স্যার চার প্রকার।
শিক্ষক: কী কী?
রাকিব: ১) গতকাল, ২) সকাল, ৩) বিকাল ও ৪) আগামীকাল। তবে এর বাইরে আছে ক্ষণকাল ও মহাকাল।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।