কৃষকের ইন্টারভিউ


প্রকাশিত: ০৪:২২ এএম, ০৬ মার্চ ২০১৬

কৃষকের ইন্টারভিউ
উপস্থাপক : আপনি ছাগলরে কি খাওয়ান?
কৃষক : কোনটারে? কালো না সাদা? ‪
উপস্থাপক : কালোটারে।
কৃষক : ঘাস।
উপস্থাপক : আর সাদা?
কৃষক : ওইটারেও ঘাসই খাওয়াই।
উপস্থাপক : ও! আচ্ছা, এগুলিরে কই বাইন্ধা রাখেন?
কৃষক : কোনটা? কালোটা না সাদাটা?
উপস্থাপক : সাদা।
কৃষক : ওইপাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি।
উপস্থাপক : আর কালোটা?
কৃষক : ওইটারেও বাইরের ঘরেই বান্ধি।
উপস্থাপক : আর গোসল করান কীভাবে?
কৃষক : কালো না সাদা?
উপস্থাপক : কালো।
কৃষক : পানি দিয়া।
উপস্থাপক : আর সাদাটা?
কৃষক : ওইটারেও পানি দিয়াই করাই।
উপস্থাপক : সব কিছু যখন একই রকম করেন, তাইলে বার বার জিগান ক্যান ‌‘কালা না সাদা’?
কৃষক : কারণ সাদা ছাগলটা আমার।
উপস্থাপক : ও! আর কালোটা?
কৃষক : ওইটাও আমার!
উপস্থাপক অজ্ঞান...

****

সন্ধি কাকে বলে
শিক্ষক : বাঁধন, বলো তো সন্ধি কাকে বলে?
বাঁধন : স্যার, প্রথমটুকু পারি না। শেষেরটুকু পারি।
শিক্ষক : বলো শেষেরটুকুই বলো।
বাঁধন : শেষেরটুকু হল... তাকে সন্ধি বলে।

****

শেষেরটা গুরা-গুরা
এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছেন-
শিক্ষক : বলো তো বাবা, Horse এর বাংলা কী?
ছাত্র : গুরা।
শিক্ষক : গুরা! আচ্ছা, Turn বাংলা কী?
ছাত্র : গুরা।
শিক্ষক : তাহলে Powder মানে কী?
ছাত্র : গুরা।
শিক্ষক : (রেগে গিয়ে) সব কিছুই গুরা নাকি?
ছাত্র : না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা-গুরা। অন্যরহম কিসু।

****

মুরগির হাতে ১০ টাকা
তিনটি পোল্ট্রি ফার্মের মালিককে পুলিশ ধরে নিয়ে আসল। এদের মধ্যে একজন আবার বাঁটুল দ্য গ্রেট।
ইন্সপেক্টর : মুরগিকে কী খাবার দাও?
১ম মালিক : স্যার আমি মুরগিকে ভুষি খাওয়াই।
ইন্সপেক্টর : ভুল খাবার। একে অ্যারেস্ট করো।
২য় মালিক : আমি মুরগিকে চাল খাওয়াই স্যার।
ইন্সপেক্টর : তুমিও ভুল খাবার দাও। ওকেও অ্যারেস্ট করো।

বাঁটুল দেখলো ঘোর বিপদ। তাই সে বলল, ‘আমি তো সব মুরগির হাতে ১০ টাকা করে দিয়ে দেই। যার যা ইচ্ছা দোকান থেকে গিয়ে খেয়ে আসে।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।