আজকের জোকস: ঋণ নিয়ে বিয়ে করার সুবিধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ঋণ নিয়ে বিয়ে করার সুবিধা
একদিন শামছু সাহেব ব্যাংকে গেছেন ঋণের জন্য। ব্যাংক কর্মকর্তাকে তিনি বলছেন—
শামছু সাহেব: আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।
কর্মকর্তা: কী উদ্দেশ্যে ঋণ নেবেন?
শামছু সাহেব: আমি একটি গাড়ি কিনব।
কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক কিন্তু আপনার গাড়ি নিয়ে নেবে।
শামছু সাহেব: বলেন কি! সত্যি?
কর্মকর্তা: হ্যাঁ, শতভাগ।
শামছু সাহেব: ইশ্! আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!

****

চার মাস পর
বাড়ির কর্তা তার নতুন কাজের লোক কে বলছেন—
বাড়ির কর্তা: ঠিক আছে তুমি আজ থেকে কাজে লেগে যাও। প্রতিদিন ২০ টাকা করে পাবে। চার মাস পর থেকে ৪০ টাকা করে পাবে।
কাজের লোক: আমি তাহলে চার মাস পরেই আসবো।

****

ফেসবুকে ভুঁড়িভোজ
এক লোক সকাল সকাল ফেসবুক খুলে বসেছিল। তার এক নারী বন্ধু লুচি, আলুরদমের ছবি আপলোড করে লিখলেন, ‘এসো, সবাই ব্রেকফাস্ট করি।’
লোকটি কমেন্ট করলেন, ‘খুব ভালো টেস্ট ছিল, দারুণ লাগলো।’ লোকটির স্ত্রী এই কমেন্ট দেখে স্বামীকে আর টিফিন দিলেন না।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।