আমিও পুলিশকে বলেছিলাম, বিশ্বাস করলো না


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ছেলেকে ডেকে বাবা বললেন, বল তো আট নং কত?
ছেলে উত্তর দিলো, চুয়াত্তর!
বাবা খুশি হয়ে ছেলের হাতে দশটা টাকা দিয়ে বললেন, বেশ, বেশ, কিছু কিনে খাওগে যাও।
পাশে বসা বাবা’র বন্ধু অবাক হয়ে বললেন, ও ভুল উত্তর দিলো আর তুমি ওকে খাওয়ার জন্যে টাকা দিলে?
বাবা বললেন, এর আগে আশি বলেছিলো, কিছুটা উন্নতি করেছে তো তাই।

****

- বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন অক্সিজেন ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিস্কৃত হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে কি কেউ নিঃশ্বাস নিতো না?
- না, কারণ মানুষের নাকও ওই বছরেই তৈরি হয়েছিল।

****

-আপনি যে আমার শিশু পরিচর্যার কাজ করবেন বলছেন, আপনার কি শিশু সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে?
- অফকোর্স, আমি নিজেই তো একসময় শিশু ছিলাম!

****

ইউনিভার্সিটিতে এক ছাত্রীর সঙ্গে খাতির জমাতে এগিয়ে গেল এক যুবক।
- আপনার নামটা কি?
- অসভ্য! (গররররর)
- আর ভালো নাম?
- ফাজিল! (গররররর) (গররররর)
- সামনে কি বেগম না মোসাম্মত?

****

ম্যাজিস্ট্রেট- গতবারও তোমাকে বলেছিলাম, আমি চাই না তুমি পুনরায় এখানে আসো।
চোর- স্যার, ঠিক এই কথাটাই আমিও পুলিশকে বলেছিলাম, বিশ্বাস করলো না।

****

ছাত্র : আমার বাবার নাম Laughing এবং মায়ের নাম Smiling.
শিক্ষক : তুমি নিশ্চয়ই Kidding?
ছাত্র : না। ওইটা আমার ভাইয়ের নাম। আমি Joking.

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।