লেজ দিয়ে পাইপ বাঁকানোর চেষ্টা


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

পাইপ বাঁকানোর চেষ্টা
একদিন ফজল একটা কুকুরের লেজ লোহার পাইপের মধ্যে ঢুকানোর
চেষ্টা করছে! এটা দেখে তার এক বন্ধু বলল, ‘কিরে ফজল, তোর মাথায় কি ঘিলু বলতে কিছু নাই? জানস না কুকুরের
লেজ কখনও সোজা হয় না।’
তখন ফজল বলল, ‘আরে ব্যাটা! আমারে কি তোর মত গাধা পাইছোস? আমি তো কুকুরের লেজ দিয়ে পাইপ বাঁকানোর
চেষ্টা করতেছি।’

****

হারানো টিকিট খুঁজছে
ভিড় ঠেলে স্টেডিয়ামে ঢুকেছে জনি। গ্যালারিতে দেখা হলো সবুজের সঙ্গে-
জনি : কিরে সবুজ, তুই এখানে? টিকিট পেলি কোথায়?
সবুজ : বড় ভাইয়ার কাছ থেকে পেয়েছি।
জনি : তাই নাকি? তা ভাইয়া কোথায়?
সবুজ : বাসায়। তাঁর হারানো টিকিট খুঁজছে!

****

গোবরে পা দিলাম না
মফিজ হেঁটে যাচ্ছিল। হঠাৎ পায়ের সামনে গোবরের মত কি যেন দেখলো। নিশ্চিত হওয়ার জন্য তা আঙুলে নিয়ে মুখে দিয়ে বলে, ‘উ-উহ বাঁচলাম, একটুর জন্যে গোবরে পা দিলাম না!’

****

কুকুরের চিৎকার কেমন লাগে
প্রতিবেশীর কুকুরটার চিৎকারে বিরক্ত এক দম্পতি। এক মাঝরাতে বিছানা থেকে উঠেই গেলেন বাড়ির কর্তা। বললেন, ‘অনেক হয়েছে। আজ এর একটা বিহিত করতে হবে।’

বলেই হনহন করে বেরিয়ে গেলেন তিনি। কিছুক্ষণ পর ফিরলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘কি হেনস্তা করে এলে, শুনি?’
কর্তা বললেন, ‘কুকুরটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এবার বুঝুক, প্রতিবেশীর কুকুরের চিৎকার কেমন লাগে।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।