টেবলেট কাইবাম, পানি দেন!


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

মিলন : তুই তোর বউয়ের সঙ্গে ঝগড়া করিস?
জাহিদ : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
মিলন : বলিস কী! তারপর?
জাহিদ : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারবো না।

******

মেডিকেলে পড়া এক ছাত্রীকে এক পাগল প্রেমিক প্রেমপত্র দিল নিজের রক্ত দিয়ে লিখে। আর বললো, অবশ্যই জবাব দিও। সে পরেরদিন জবাব দিলো। তোমার ব্লাড গ্রুপ `এ` পজেটিভ আর তোমার রক্তে ক্যালসিয়ামের ঘাটতি আছে। কঁচু শাক বেশি করে খাবে!

******

মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন-
স্বামী : আমিতো আর এক মাস পর মারা যাবো। তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি আরমান সাহেবকে বিয়ে করো।
স্ত্রী : আরমান সাহেব! বলো কি! সেতো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছো তুমি!
স্বামী : আমি জানি সে আমার শত্রু। আরমানকে শায়েস্তা করার এটাইতো মোক্ষম সুযোগ।

*******

এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে! বাসে উঠেই তিনি হেল্পারকে বললেন, ভালুকা আইলে আমারে কইয়েন যে! হেল্পার তাকে আশ্বস্ত করে বললো, ঠিক আছে।
বাস চলতে শুরু করলো! বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললেন, ভালুকা আইছে?

হেল্পার উত্তরে ‘না’ বলল! কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগলেন! হেল্পারও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ। এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো। তখন হেল্পারের মনে পড়লো যে বুড়িমাতো ভালুকার কথা বলে রেখেছিলেন! বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো। বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো। হেল্পার বুড়িকে বললো, বুড়িমা, ভালুকা আসছে! আপনে নামেন।
বুড়ি চোখ কুঁচকে জবাব দিল, নামমু ক্যা? ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা টেবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে! আমি এখন টেবলেট কাইবাম! পানি দেন!

******

কর্মচারী : স্যার, একটা দিন ছুটি লাগবে।
বস : কেন? আবার কী?
কর্মচারী : স্যার, আমার দাদা…
বস : আবার দাদা? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ।
কর্মচারী : স্যার, দাদিতো মারা গেছে। এবার আমার দাদার বিয়ে দিতে হবে! তাই ছুটি লাগবে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।