ভাইয়া বললো যে, ভাইয়া বাড়িতে নেই


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বল্টু রোজা রেখেছে। কিন্তু প্রচণ্ড ক্ষুধা-তৃষ্ণায় কাতর সে। তাই সে ফোন দিল FM 420.0 রেডিওতে!
RJ: বলুন,আপনার জন্য কী Play করবো?
বল্টু : মাগরিবের আযান
Please........

********

দাদা : যা, পালা তাড়াতাড়ি। তুই আজকে স্কুলে যাস নাই। তাই তোর হেডমাস্টার
বাড়ির দিকে আসছে।
নাতি : আমি পালাবো না দাদু। তুমি পালাও।
দাদা : স্কুলে গেলি না তুই! আর পালাবো আমি!
নাতি : কারণ, আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছেন। তাই স্কুলে যাইনি।

******

পেটুক আলাউদ্দীন স্যার কলিমদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কলিমদের বাড়ির কাঁঠাল খুব মিষ্টি। তাই তিনি কলিমদের বাড়িতে ঢুকে পড়লেন।  
স্যার : কলিম বাড়িতে আছিস?
এই কথা শুনে কলিম তার ছোট ভাই সলিমকে বললো স্যার সব কাঁঠাল সাবাড় করে দেবে। যা তুই বল আমি বাড়িতে নেই।
সলিম : স্যার ভাইয়া বললো, যে ভাইয়া বাড়িতে নেই।

*******

যুক্তিবিদ্যার ক্লাস চলছে ­­
শিক্ষক : আমি টেবিলটা ছুয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি।
এভাবে একটা যুক্তি দেখাও তো ­।
(দুজন ছাত্র হাত তুললো)
১ম ছাত্র : যেমন ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে,
সুতরাং আপনি কেঁচো খেয়েছেন।
২য় ছাত্র : আমি আপনাকে ভালোবাসি,
আপনি আপনার মেয়েকে ভালবাসেন,
সুতরাং আমি আপনার মেয়েকে ভালবাসি।

********

শিক্ষক : প্রতিজ্ঞা কর, জীবনো কোনো দিন গাঁজা, সিগারেট, মদ খাবে না।
ছাত্ররা : প্রতিজ্ঞা করছি স্যার, কখনো খাবো না।
শিক্ষক : প্রতিজ্ঞা করো, জীবনে কখনো মেয়েদের দিকে তাকাবে না।
ছাত্ররা : প্রতিজ্ঞা করছি স্যার, কখনো তাকাবো না।
শিক্ষক : প্রতিজ্ঞা করো, জীবনে কখনো মেয়েদের ইভটিজিং বা জ্বালাতোন করবো না।
ছাত্ররা : প্রতিজ্ঞা করছি স্যার, কখনো করবো না।
শিক্ষক : প্রতিজ্ঞা করো দেশের ক্রান্তিকালে প্রয়োজনে নিজের জীবন দেবে।
ছাত্ররা : এমনিতেই দেব স্যার। কিছুই যখন করতে পারবো না, তখন এ জীবন রেখে লাভ কি?

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।